খায়রুল বাসার ময়মনসিংহ প্রতিনিধি :
আজ সন্ধ্যা ০৭ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল অডিটোরিয়ামে মহান শিক্ষা দিবস-২০২২ উপলক্ষে শিক্ষা সম্মেলনে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ. ম. বাহাউদ্দিন নাসিম।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোঃ ইকরামুল হক টিটু মহোদয়।
সেমিনার বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুল বাছির।
এই সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়।
আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও সাধারণ এবং বিজয় একাত্তর হল ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সহ প্রমূখ।
সভাপতিত্বে করেন বিজয় একাত্তর হল ছাত্রলীগের সভাপতি সজীবুর রহমান সজীব।