মোঃখালিদ,স্টাফ রিপোটার্র পাইকগাছা(খুলনা)।
পাইকগাছায় বাঁশ বাগানের জমি দখলে বাঁধা দিলে মারপিটে উভয় পক্ষের দু’জনের মাথা ফাঁটানোর অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সিলেমানপুরে এ মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিবদমান দু’পক্ষই পরস্পরকে দোষারোপ করেছেন। আহত আব্দুল্লাহ গাজী(২৫) ও জামিরুল গাজী (৩৭) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সিলেমানপুরে এসএ ১৬৮ খতিয়ানে এসএ ৫৮১,৫৯০ দাগ ও বর্তমান জরিপের ১৫৫০ দাগে ০,১২ একর জমি নিয়ে স্থানীয় মৃতঃ ওসমান গাজীর ছেলে মোঃ শফিকুল ইসলাম গাজী ও মৃতঃ আব্দুর রহমান গাজীর ছেলে আমির গাজীর পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। এর ধারাবাহিকতায় পাইকগাছার নির্বাহী আদালতে এমআর-১৯৭/২২ মামলা হলে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার্থে দু’পক্ষকে নোটিশ দিয়ে স্ব-স্ব অবস্থানে থাকার নির্দেশনা দিয়েছেন। এ সম্পর্কে শফিকুল গাজী জানান, আদালতে ১৪৪ ধারার মামলা থাকা স্বত্বেও প্রতিপক্ষ আমির-জামিরুল গংরা জোর করে বাঁশ বাগনের জমিতে ঘেরাও দেওয়ার চেষ্টা করলে আমার পরিবারের সদস্যরা বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে জামিরুল গংরা লাঠিসোটা ও রড নিয়ে ছেলে আব্দুল্লাহ মাথায় আঘাত করলে মাথা ফেঁটে রক্তাক্ত জখম হয়। এ সময় আমার স্ত্রী রেবেকা ও আর এক ছেলে রাসেল ঠেকাতে গিয়েও আঘাতপ্রাপ্ত হয়।
এদিকে এ অভিযোগ সম্পর্কে হাসপাতালে চিকিৎসাধীন জামিরুল ইসলাম গাজী বলেন, প্রতিপক্ষ শফিকুল গাজী যে দাগ খতিয়ান থেকে জমি ক্রয় করেছেন সে দাগে না গিয়ে আমাদের দখলীকৃত দাগ খতিয়ানভুক্ত বাঁশ বাগান ও কবরাস্থানের জমি দখল চেষ্টা করছেন বহুদিন ধরে। তবে জামিরুলের স্ত্রী খুকি বেগম জানান, ঘটনার সময় আমাদের বাড়ীর লোকেরা বাগান থেকে বাঁশ কাটছিল। এ সময় আব্দুল্লাহ ও রাসেল বাধা দিয়ে লাঠিসোঁটা নিয়ে আমার স্বামীর মাথায় বাড়ি মারলে মাথা ফেটে জখম হয়। স্বামীকে উদ্ধার করতে গিয়ে আমিও ওদের হাতে আঘাতপ্রাপ্ত হয়েছি। জানাগেছে, এ ঘটনায় শফিকুল গাজী ও তার প্রতিপক্ষ জমির গাজী পাল্টা-পাল্টি দুটি এজাহার দাখিল করেছেন। এ বিষয়ে ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, জমির বিরোধে মারপিটের ঘটনায় দু’পক্ষই একে অপরকে দোষারোপ করেছেন। এ ঘটনায় থানায় দু’পক্ষের এজাহার দাখিলের বিষয়ে তদন্ত করে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন তিনি।