দেশের সকল নেতাকর্মীদের রক্তের বিনিময়ে হলেও নির্বাচনে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনা হবে মনা!!

বিপ্লব সাহা খুলনা ব্যুরো চীফ :

অত্যাচারিত জুলুম-নির্যাতন জ্বালাও-পোড়াও হামলা-মামলা ও সাধারণ জনগণের উপরে দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির করে রোলার চালানো এই সরকারকে জনগণ আর মেনে নিতে পারছে না।

অচিরেই আমরা বিএনপি সংগঠনের দেশের সকল তৃণমুল পর্যায়ের নেতাকর্মী থেকে শুরু করে তথা দেশের জনগণকে সাথে নিয়ে আন্দোলনের দুর্গ গড়ে তুলে সরকার উৎখাতের মাধ্যদিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়াকে পুনরায় ক্ষমতায় বসাবো ইনশাল্লাহ।

তবে নির্বাচন কমিশন ঘোষিত আগামী সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রত্যাখ্যান করে খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেছেন কোন রোডম্যাপে কাজ হবে না। ভোট হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।
তার আগে এই জুলুমবাজ সরকারকে পদত্যাগ করতে হবে বিএনপি’র নেতাকর্মীদের রক্তে সারাদেশে রঞ্জিত প্রয়োজনে আরও রক্ত দিয়ে গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে।

রাজধানীর পল্লবীর সহ দেশব্যাপী চলমান কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণ আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস হামলা এবং সাবেক মন্ত্রী বিএনপি’র ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার বিরুদ্ধে রবিবার ১৮ সেপ্টেম্বর খুলনা অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বেলা সাড়ে ১১ টায় নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তারা বলেন এই সরকার চরমভাবে ব্যর্থ। অযোগ্য ও লুটেরা পদে পদে তাদের ব্যর্থতা ও তাবেদারী প্রমাণিত। জনগণ তাদের সাথে নেই। এরা টিকে আছে বিদেশি প্রভু ও দেশীয় অস্ত্রবাজ বাহিনীর ছত্রছায়ায়।
জ্বালানি তেল নিত্যপ্রয়োজনীয় পণ্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে জানাতে বিএনপি’র কর্মসূচিতে গুলি করে তিন জনকে হত্যা করা হয়েছে। আহত হয়েছে অসংখ্য নেতাকর্মী।
উল্টো তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে রাজনৈতিক শিষ্টাচার কে ধ্বংস করে বরকতউল্লাহ বুলু ও তার স্ত্রীর ওপর হামলা চালিয়ে রক্তাক্ত করা হয়েছে। বনানীতে মোমবাতি প্রজ্বলনের মত নিরীহ কর্মসূচিতে পৈশাচিক হামলা হয়েছে।

বক্তারা বলেন চূড়ান্ত লড়াইয়ের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। দল ও দেশের নেতৃত্বে এর জন্য তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। ফ্যাসিবাদের পতন ঘটাতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহবায়ক আমির খান মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী মোহাম্মদ তরিকুল ইসলাম জহির আবু হোসেন বাবু শেখ মুজিবুর রহমান শামীম কোবির মাহবুব হাসান পিয়ারু একরামুল হক হেলাল মুজিবুর রহমান অ্যাডভোকেট কানিজ ফাতেমা আমিন আতাউর রহমান রনু আবদুল মান্নান মিস্ত্রি প্রমুখ।

সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ জাহিদুর রহমান।
তীব্র গরমের ভেতরে ও মহানগরের সকল থানা ওয়ার্ড এবং জেলার প্রত্যন্ত উপজেলা থেকে একের পর এক বিশাল মিছিল কর্মসূচিতে এসে যোগ দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *