ফরিদপুরের সালথায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মিজানুর রহমান
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আক্কাস শিকদার (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মোঃ খোরশেদ শিকদারের ছেলে। রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। সালথা থানার চার্জ অফিসার এস আই সৈয়দ আওলাদ হোসেন এর দিকনির্দেশনায় ও ঐকান্তিক সহযোগিতায় সালথা থানার চৌকস অফিসার এস আই তনময় চক্রবর্তী এবং এ এস আই রবিন মজুমদারের সঙ্গীয় ফোর্সের সমন্বিত প্রচেষ্টায় শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ এস আই রবিন মজুমদার বলেন, ফরিদপুর কোতয়ালী থানার মামলা ৯(০২)১২ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আক্কাস শিকদার কে গতকাল রাতে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মিজানুর রহমান
০১৭৩৪৫৩৭১৮৮
১৮ ই সেপ্টেম্বর ২০২২ইং

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *