মোঃ মোরসালিন ইসলাম দিনাজপুর প্রতিনিধি,
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ শামিমা আক্তার জাহান পদন্নতি পেয়ে রাজশাহী বাঘা উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান, উপজেলা নির্বাহী প্রকৌশলী এফ এ এম রাহিনুল ইসলাম বিরামপুর উপজেলায় ও মৎস্য কর্মকর্তা মাজনুননাহার মায়া লালমনিরহাট সদর উপজেলায় বদলি হয়েছেন। তাদের উভয়ের বদলিকে কেন্দ্র করে গত শনিবার রাতে ফুলবাড়ী উপজেলা অফিসার্স কাবে বিদায় সম্বর্ধনা প্রদান করা হয়েছে। বিদায় সম্বর্ধনা স্মারক ও সম্মানি তুলেন দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার এসএসপি ফুলবাড়ী সার্কেল মোঃ আসাদুজ্জামান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা আখতারুজ্জামন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাফিউল ইসলামসহ উপজেলা প্রসাশনের সকল কর্মকর্তা গন উপস্থিত ছিলেন ।
তিন কর্মকর্তার দায়িত্ব পালন কাল এক নজরে: দায়িত্ব পালনের সময়কাল উপজেলা সহকারী কমিশনার ভূমি মোছাঃ শামিমা আক্তার জাহান ফুলবাড়ীতে এসিল্যান্ড হিসাবে যোগদান ২৫.১০.২০২১ বদলি ১১.০৯.২০২১ । উপজেলা নির্বাহী প্রকৌশলী এফ এ এম রাহিনুল ইসলাম যোগদান ২১.০৯.২০২০ বদলি ২১.০৯.২০২২ উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মাজনুননাহার মায়া যোগদান ১৫.০৬.২০১৬ বদলি ২৫.১০.২০২২