বিশ্ব পরিচ্ছন্নতা দিবস -২০২২

মোঃ নূরুল ইসলাম,
,দৌলতপুর ,মানিকগঞ্জ, প্রতিনিধি:

পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বদলে দেবে বাংলাদেশ এই স্লোগান ১৮ই সেপ্টেম্বর -২০২২ বিশ্ব পরিচ্ছন্নতা দিবস পালিত হচ্ছ বাংলাদেশে।এরই অংশ হিসাবে
এ্যাডরা বাংলাদেশ মানিকগঞ্জের দৌলতপুরের এর উদ্যাগে water and sanitation support projatএর আওতায় দৌলতপুর উপজেলার চারপাশ পরিস্কার করা হয়।

এই পরিস্কার কাজে এ্যাডরা বাংলাদেশর এর দৌলতপুর শাখার ১৩ কমী ৮ জন লেবার অংশ নেয়।পরিস্কারের পাশা পাশি জীবননাশক স্প্রে করা হয়।

এ্যাডরা বংলাদেশ মানিকগঞ্জে দৌলতপুরে বিভিন্ন সামাজিক ও সেবামুলক কাজ করে থাকে।এতে দৌলতপুরের পরিবেশ অনেক সুন্দর হয়েছ।

এই পরিস্কার পরিচ্ছন্নতায় অংশ নেয় এ্যাডরা বাংলাদেশ এর দৌলতপুর শাখারপ্রকল্প ব্যবস্থাপক মিঃযোয়েল শিকদার, সিডিও জান্নাতি বেগম সহ আরও অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *