মহা নবীকে নিয়ে কুটুক্তি কারি আটকঃ ঝিনাইদহ পুলিশ সুপারের প্রেস কাউন্সিল।

মোঃ রমজান আলী.. ঝিনাইদহ

ঝিনাইদহে মহানবী (সঃ) কে নিয়ে স্যোসাল মিডিয়ায় কটুক্তিকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে তাকে ঢাকা থেকে আটক করে পুলিশের সাইবার ক্রাইম দল । আজ সকালে জেলা পুলিশের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আশিকুর রহমান এখবর জানান।আটককৃত যুবক, ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার নারায়ণকান্দি গ্রামের মৃত ইউসুফের ছেলে হাসান মেহেদী ।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান,
বর্তমানে তিনি রাজধানী ঢাকার এক পোশাক কারখানায় চাকরি করেন। গত শুক্রবার হাসান মেহেদী ফেসবুক পোস্টের কমেন্টে নিজের মন্তব্যে মহানবী (সঃ)কে চরিত্রহীন হিসাবে বিদ্বেষ ছড়ান।

শুক্রবার এই মন্তব্যের পরে সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের স্ক্রিনশট ছড়িয়ে পড়লে মুসলিম হিতৈষিদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।এই ঘটনায় হরিণাকুণ্ডু থানায় গত শনিবার বাদি হয়ে মামলা করেন হরিণাকুণ্ডু ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান।

জানাযায়,
দণ্ডবিধির ২৫৫(ক), ১৫৩(ক) ও ৫০০ ধারায় এই মামলা লিপিবদ্ধ হওয়ার অভিযুক্ত হাসান মেহেদীকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *