খুলনা র‌্যাব ৬ এর অভিযানে ইয়াসিন হত্যা মামলার আরো দুজন আসামি আজ গ্রেপ্তার!!

বিপ্লব সাহা খুলনা ব্যুরো চীফ :

যে কোন অপরাধ সংগঠিত ব্যাপারে র‌্যাব বাহিনীর চৌকস দল সর্বদা সক্রিয় অবস্থানে থেকে। তৎপরতা চালিয়ে খুন-ধর্ষণ মাদক এমন কি কিশোর গ্যাং বাহিনীর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার মধ্য দিয়ে সাধারণ জনগণের পাশে থেকে প্রকৃত অপরাধীকে আটক করে আইনের আওতায় আনতে সক্ষম হয় দেশের আইনের নির্ভরশীল সংস্থার র‌্যাব বাহিনী।

তারই প্রমাণ স্বরূপ গত শুক্রবার ১৬ সেপ্টেম্বর খুলনা নগরীর ময়লাপোতা সন্ধ্যা বাজার এর মাছ ব্যবসায়ী কিশোর গ্যাং কর্তৃক নিহত ইয়াসিন হত্যা মামলার অন্যতম আসামি দের দেশের বিভিন্ন স্থান থেকে তাদের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কিশোর মাস্তান বাহিনীদের আরো দুজন কে আটক করতে সক্ষম হয়েছে।

গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন মাসুদ ও মোহাম্মদ অনি। তাদের
দু জনকে খুলনা সদর থানা হস্তান্তর করা হয়েছে। র‌্যাব ৬ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে
মাছ আড়তের শ্রমিক ইয়াসিনকে হত্যা করে আসামিরা আত্মগোপনে চলে যায়। র‌্যাব এর উন্নত প্রযুক্তির মাধ্যমে জানতে পারে এ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মোঃ অনি ফরিদপুর জেলায় অবস্থান করছে। অভিযানে এ দলটি শনিবার সন্ধ্যা সাতটার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চিতর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

অপরদিকে র‌্যাব গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে এ মামলার আসামি মোঃ মাসুদ রানা পাইকগাছা অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে তারা পাইকগাছার পাকার মাথায় রোববার ভোর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

উল্লেখ্য শুক্রবার সকালে নগরীর
৩ নং কাশেম সড়কে একটি দোকানের সামনে কিশোর গ্যাংয়ের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় সন্ধ্যা বাজারের আরতের শ্রমিক ইয়াছিন আরাফাত। শুক্রবার রাতে নিহতের পিতা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৬ জনের বিরুদ্ধে খুলনা থানায় হত্যা মামলা দায়ের করেন। শুক্রবার পুলিশের অভিযানে ৩ জন আসামি ও র‌্যাব ৬ এর অভিযানে ২ জন আসামি গ্রেপ্তার হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *