নগরকান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন,নিশি রাতের সরকারকে না হটানো পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
তিনি রবিবার বিকালে তার নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দায় বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সভায় এ কথা বলেন।তিনি সরকারের উদ্দেশ্যে আরো বলেন, ঢাকায় এসি রুমে বসে জনগন বেহেস্তে আছে বলছেন ? গ্রাম অঞ্চলে আসেন, দেখেন জনগন কোন অবস্থায় আছে। নিত্যপন্য দ্রব্যের মূল্য যে ভাবে বাড়িয়েছেন তাতে জনগনের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। তিনি বলেন, এখনো সময় আছে সাধারন জনগনের পাশে আসুন, তাদের কাছে ক্ষমা চান, তাতে জনগন ক্ষমা করলে ও করতে পারেন। রাজধানীর পল্লবীসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির চলমান কর্মসূচিতে হামলার এবং কর্মী নিহত হওয়ার প্রতিবাদে উপজেলা বিএনপি’র আয়োজনে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
রবিবার বিকালে উপজেলার লস্করদিয়া শামা ডেইরী ফার্ম মাঠে এ সমাবেশের আয়োজন করেন উপজেলা বিএনপি।উপজেলা বিএনপির সহ সভাপতি হাবীবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি মাহবুব আলী মিয়া, ঢাকা উত্তর যুবদলের যুগ্ন সম্পাদক হাফিজুর রহমান শরীফ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলিমুজ্জামান সেলু, জেলা যুবদলের যুগ্ন সম্পাদক হেলালুদ্দিন হেলাল, তৈয়াবুর রহমান মাসুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহমুদুল হাসান, শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা প্রমূখ।

মিজানুর রহমান
০১৭৩৪৫৩৭১৮৮
১৮ সেপ্টেম্বর ২০২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *