মোঃছাইফুল ইসলাম শাহীন রাণীনগর নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে স্কুল থেকে বাড়ী ফেরার পথে মায়ের সামনেই চার্জার ভ্যানের নিচে চাপা পরে রিয়াজুল ইসলাম রিফাত (৫) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ উপজেলা সদরের মহিলা কলেজ রোডে এঘটনা ঘটে। নিহত রিয়াজুল উপজেলার জয়সাড়া মধ্যপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।নিহত শিশুর চাচা আব্দুল মান্নান বলেন,রিয়াজুল উপজেলা সদরের বিয়াম ল্যাবরেটরী স্কুল এ্যান্ড কলেজে প্লে শ্রেনীতে পড়ত। প্রতিদিনের ন্যায় স্কুল ছুটির পর রিয়াজুলের মা ছেলেকে নিয়ে বাড়ী ফিলছিল। এসময় ছেলের পিছনে হেটে যাবার সময় সদরের মহিলা কলেজ রোডের জন¯স্থাস্ত্য অফিসের সামনে পৌছলে রিয়াজুল সড়ক পার হতেই দ্রুত গতিতে আসা অটো চার্জার ভ্যানের সাথে ধাক্কা লেগে চাপা পরে যায়। এসময় তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করালে সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। রাজশাহী যাবার সময় পথি মধ্যে মারা যায়।আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।