প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শামীম রেজা।

মোঃ নাহিদ হাসান নয়ন, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জের বিশেষ শাখার পুলিশ সদস্য শামীম রেজা তার দায়িত্ব পালনের পাশাপাশি মমুর্ষ রোগীদের রক্তের জন্য ফেসবুকে মাধ্যমে রক্ত জোগার করে। এর মধ্যে সে ৪০০০ হাজার রক্ত দাতা নিয়ে ‘মানবতা শ্বপ্ন’ নামের একটা সংগঠন করেছেন। তিনি এতেই থেমে থাকেনি ফেসবুক বন্ধুদের কাছ থেকে টাকা সংগ্রহ করে ৩০ টি হুইল চেয়ার প্রতিবন্ধীদের বিতরণ করেন। এছাড়া ও বিয়ের জন্য টাকা ১০ টি টিউবওয়েল স্থাপন ও ঘর-বাড়ীর জন্য টাকা সংগ্রহ করে তিনি সাহায্য করে।
তিনি প্রতি শুক্রবারে গরীর অসহায় মানুষদের জন্য দুপুরে বাজার স্টেশন এলাকায় খাবার বিতরন করেন। তার সহকর্মীরা তার এই উদারতা প্রশংসা করেন। তিনি সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা নেছা মুজিব সদর হাসপাতালের রক্তের প্রয়োজন হলেই ছুটে যান। তিনি মাদ্রাসা ছাত্রদের মাঝে ১৪৩২ পিস কুরআন শরীফ বিতরন করেন। এছাড়া তিনি গরীব অসহায় মা-বোনদের মাঝে ৯ টি সেলায় মেশিন বিতরন করেন।

তিনি বলেন যে মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অনেক মানুষ মারা যায়। যাতে তার মনে নাড়া দিয়ে ওঠে তাই তিনি রক্ত সংগ্রহ করতে থাকে। পরে তিনি মানুষের ডাকে সারা পেয়ে এই কাজ গুলো করতে থাকে। তিনি সারা জীবন মানুষের পাশে থেকে কাজ করতে চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *