মো. আজিজার রহমান,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি;
দিনাজপুরের খানসামা উপজেলা মৎস্য কর্মকর্তার আয়োজনে ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় প্লাবন ভূমি/বর্ষা প্লাবিত ধানক্ষেত/প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার, রংপুর বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মনিরুল ইসলাম, দিনাজপুর জেলা মৎস্য কর্মকর্তা মুক্তাদির খান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন,প্রাণী সম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল হক, উপজেলা মৎস্য কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মামুন সরকারসহ আরো অনেকে।
বার্তা প্রেরকঃ
আজিজার রহমান
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
মোবাইলঃ ০১৭১৭৭৯২২৪৬
তারিখঃ ২০-০৯-২০২২