দৌলতপুর উপজেলায় নব যোগদানকৃত সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে ফুলেল শুভেচছা।

মোঃ নূরুল ইসলাম, দৌলতপুর,মানিকগঞ্জ প্রতিনিধিঃ

আজ দৌলতপুর উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার কে ফুলেল শুভেচছা জানান উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ইমরুল হাসান। অর্ণব মালাকার বিসিএস ৩৭তম ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি ৩১ আগস্ট ২০২২ তারিখ জেলা প্রশাসকের কার্যালয়, মানিকগঞ্জে যোগদান করেন। ১৫ দিনের সংযুক্তি সম্পন্ন করে গত ১৮/০৯/২২ তারিখ দৌলতপুর উপজেলার দায়িত্বভার গ্রহণ করেন। বাংলাদেশ সিভিল সার্ভিসের এই কর্মকর্তা এপ্রিল, ২০১৯ সালে জেলা প্রশাসকের কার্যালয়, মৌলভীবাজারে কর্মজীবন শুরু করেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ” নিয়ম নীতি মেনে ভূমি সেবা দিতে সদা সচেষ্ট থাকবো” অর্ণব মালাকার বুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা শেষ করে বিসিএস ( প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। তার যোগদান প্রসংগে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ইমরুল হাসান বলেন ‘ নবযোগদানকৃত সহকারী কমিশনার ( ভূমি) অর্ণব মালাকার মেধাবী অফিসার, আশা করি সে অনেক ভালো করবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *