ভারতীয় ভিসা সহজে পাওয়ার বিষয়ে নব নিযুক্ত ভারতীয় সহকারি হাইকমিশনার এর সাথে সৌজন্য সাক্ষাত খু বি র উপাচার্য!!

বিপ্লব সাহা খুলনা ব্যুরো চীফ :

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মাহমুদ হোসেনএর সাথে আজ দুপুরে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন খুলনাস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার ইন্দার জিৎ সাগর। সাক্ষাতকালে সহকারী হাই কমিশনার খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তার পক্ষ থেকে ফুল দিয়ে আন্তরিক শুভেচ্ছা জানান।
উপাচার্য ও খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নবনিযুক্ত খুলনাস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মনোগ্রাম খচিত একটি ক্রেস্ট উপহার দেন।

সহকারী হাই কমিশনার বাংলাদেশের সাথে ভারতের চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরে সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর এর কথা উল্লেখ করেন। দু’দেশের মধ্যে শিক্ষা গবেষণা সহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করার সুযোগ রয়েছে যাতে করে উভয় দেশের জনগণ উপকৃত হতে পারে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। মোংলা বন্দর এর সাথে রেল সংযোগ স্থাপনের ফলে এই বন্দরটি আঞ্চলিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তির কথা তিনি ব্যক্ত করেন।

উপাচার্য তাকে ধন্যবাদ জানিয়ে বলেন শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেশের উন্নত বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ কার্যক্রম গ্রহণের সমঝোতা স্মারক স্বাক্ষর করছে। ইউরোপের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সাথে সম্প্রতি এ ধরনের উদ্যোগ গ্রহণের কথা ও তিনি উল্লেখ করেন ।

উপাচার্য বলেন শিক্ষক-ছাত্র এক্সচেঞ্জ ছাড়াও বিশেষজ্ঞ পর্যায়ের দু’দেশের বিভিন্ন উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সমঝোতা হতে পারে। এ বিষয়ে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের আগ্রহের কথা ব্যক্ত করেন।

এছাড়াও উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের ভারতে চিকিৎসা পর্যটন কনফারেন্স সেমিনার প্রশিক্ষণ সহ বিভিন্ন উদ্যোগের প্রতি সহজীকরণের বিষয় নিয়ে আলাপ করেন। এ ব্যাপারে সহকারী হাইকমিশনার তার পক্ষ থেকে যথাসম্ভব সহায়তার আশ্বাস দেন।

বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য প্রফেসর ডঃ মোঃ হোসনে আরা ট্রেজারার অমিত রায় চৌধুরী রেজিস্টার (ভারপ্রাপ্ত) প্রফেসর গোলাম কুদ্দুস জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ও উপাচার্যের সচিব সঞ্জয় সাহা এ সময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *