রক্ষক যখন হয়ে যায় ভক্ষক!

তৈয়ব উল্লাহ সিকদার বাবু
কক্সবাজার জেলা প্রতিনিধি

২০১৭ সালে কক্সবাজারের টেকনাফের এক ব্যবসায়ীকে অপহরণের পর মুক্তিপণ আদায়কালে আদায়কৃত ১৭ লক্ষ টাকা চাঁদা ও ভিকটিম সহ সেনাবাহিনী কর্তৃক ডিবি পুলিশের সাত সদস্যের আটক হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলায় অদ্য ২০/০৯/২০২২ ইং তারিখ, দঃবিঃ ৩৬৫ ধারায় দোষীসাব্যস্থ করিয়া ডিবি পুলিশের ০৭ জন সদস্য প্রত্যেককে ০৫ বছর সশ্রম কারাদন্ড ও দঃবিঃ ৩৮৬ ধারায় দোষীসাব্যস্থ করিয়া ডিবি পুলিশের ০৭ জন সদস্য প্রত্যেককে ০৭ বছর সশ্রম কারাদন্ড এবং প্রত্যেক আসামিকে ১লক্ষ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরো ০১ বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন বিজ্ঞ কক্সবাজার দায়রা জজ মোঃ ইসমাঈল হোসনের আদালত।
রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন, এডভোকেট ফরিদুল আলম পাবলিক প্রসিকিউট জেলা ও দায়রা জজ আদালত, কক্সবাজার।
দন্ডপ্রাপ্ত আসামীরা হলেনঃ ডিবি পুলিশের তৎকালীন-
১) এস.আই মোঃ আবুল কালাম
২) এস.আই মোঃ মনিরুজ্জামান
৩) এ.এস.আই মোঃ গোলাম মোস্তফা
৪) এ.এস.আই ফিরোজ আহাম্মদ
৫) এ.এস.আই আলাউদ্দিন
৬) কনস্টেবল মোস্তফা আজম
৭) কনস্টেবল আল আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *