আবির হোসেন, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ইমার্জেন্সি রেসপন্স ফর হিউম্যানিটি’র (ইআরএইচ) নতুন কমিটি গঠিত হয়েছে। এতে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এস এম আবুল বাশারকে সভাপতি এবং একই বিভাগ ও শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইব্রাহিম খানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
বুধবার (২১ সেপ্টেম্বর) সংগঠনটির মহাপরিচালক নূরে ছগীর এবং সংগঠনটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আগামী দুই বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
১০ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন কোষাধ্যক্ষ রিফাত মাশরাফি প্রত্যয়, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পূজা বিশ্বাস, ভ্রমণ ও সাংগঠনিক সম্পাদক জুয়েল। মানবসম্পদ বিষয়ক সম্পাদক শেখ রাহাত হোসেন মুন্না, অনুষ্ঠান ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক রনি সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মৃদুল পাল নিতল, শিক্ষা ও আইন বিষয়ক সম্পাদক তানিশা তামান্না, গবেষণা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুহুল আমিন।
আবির হোসেন
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
মোবাইল : ০১৬১১১০৪০৭৬
তারিখ: ২১.০৯.২০২২