ঠাকুরগাঁওয়ে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

নূর মোহাম্মদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ অবহিতকরণ কর্মশালা ঠাকুরগাঁওয়ের হরিপুরে ‘ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত, ছিলেন পরিচালক(এম সি এইচ সার্ভিসেস) পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকা মাহমুদুর রহমান ৷ গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, পরিচালক পরিবার পরিকল্পনা রংপুর দেওয়ান মোর্শেদ কামাল৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা সিভিল সার্জন নুর নেওয়াজ আহমেদ, হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ‍্যক্ষ জিয়াউল হাসান মুকুল, মাতৃস্বাস্থ্য ইউনিটের উপ-পরিচালক(এম সি এইচ) ডা: মো: জাহাঙ্গীর আলম প্রধান, সভাপতি বিএমএ ঠাকুরগাঁও ডা: আবু মো: খয়রুল কবির,

কর্মশালায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করা হয়। ইউনিয়ন স্বাস্থ্য সেবার ক্লিনিকগুলোতে আগের থেকে স্বাস্থ্য সেবা যেমন সুফল মিলছে, তেমনি স্বাভাবিক সন্তান প্রসবে অধিকাংশে আস্থা বেড়েছে। কর্মশালায় আরোঅংশগ্রহণ করেন উপজেলার ০৬ টি ইউনিয়নের সকল স্বাস্থ্যকর্মী, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, এনজিও কর্মীবৃন্দসহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *