মিজানুর রহমান
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ
সদ্য প্রয়াত সংসদ উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফরিদপুরের নগরকান্দায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) বিকালে (বাদ আসর) উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। নগরকান্দা উপজেলা পরিষদের আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে শাহদাব আকবর চৌধুরী লাবু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, নগরকান্দা পৌর মেয়র নিমাই সরকার প্রমুখ।
সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সৈয়দা সাজেদা চৌধুরী, গত ১১ সেপ্টেম্বর রোববার রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন।
মিজানুর রহমান
০১৭৩৪৫৩৭১৮৮
২১ সেপ্টেম্বর ২০২২।