র‌্যাবের অভিযানে কুষ্টিয়ায় ০৭ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক :

গত ১২ সেপ্টেম্বর ২০২২ তারিখ কুষ্টিয়া জেলা সদর থানাধীন বাড়াদী গ্রামে একটি ০৭ বছরের শিশু ধর্ষিত হয়। পরবর্তীতে শিশুটির বাবা বাদী হয়ে কুষ্টিয়া সদর থানায় মামলা দায়ের করেন, যার মামলা নং-৩১, তারিখ ১২ সেপ্টেম্বর ২০২২। পলাতক ধর্ষককে গ্রেফতারে র‌্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১ ও র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের যৌথ অভিযানে অদ্য ২০ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ দুপুর ১২:১০ ঘটিকার সময় রাজধানীর ভাটারা থানাধীন এলাকা হতে পলাতক আসামী মোঃ আকাশ শেখ(২৫), পিতা-মোঃ আমিরুল শেখ, সাং-বাড়াদী, থানা-সদর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামীকে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *