রফিকুল ইসলাম, দুর্গাপুর প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদ, বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে উপজেলা প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পূজা শুরু থেকে বিসর্জন পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার, পূজা মন্ডপে সরকারী বরাদ্দসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব উল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্র বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার,প্যানেল মেয়র মশিউজ্জামান বাদল,পৌর সচিব তৌহিদুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহা, সাধারন সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, থানা ওসি শিবিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি স্বপন স্যানাল, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক বিপ্লব মজুৃমদার, উপজেলা যুবলীগের সহ সভাপতি পাভেল চৌধুরী সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউপি চেয়ারম্যানবৃন্দ।
এবছর দুর্গাপুর উপজেলায় ৬১ টি মন্ডপে দূর্গাপূজা উদযাপিত হবে। আগামী ১ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু হবে এবং ৫ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে।