নগরবাসীর প্রত্যাশা পূরণে কেসিসি পুনরায় একাধিক প্রকল্প হাতে নিয়েছে: মেয়র!!

বিপ্লব সাহা খুলনা ব্যুরো চীফ :

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক খুলনাকে সুন্দর পরিচ্ছন্ন ও মানসম্মত আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার জন্য প্রচেষ্টার কথা তুলে ধরে বলেন নগরবাসীর প্রত্যাশা পূরণের লক্ষ্যে কে সি সি কর্তৃক পুনরায় একাধিক প্রকল্প হাতে নেয়া হয়েছে ময়ূর নদীর খনন এবং মাথাভাঙ্গা এলাকায় বর্জ্য দ্বারা ডিজেল উৎপাদন এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মধ্যে অন্যতম।

সিটি মেয়র আজ বেলা ১১ টায় নগরীর একটি অভিজাত হোটেলে মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম (এমএএফ) কমিউনিটি টাউনহলে মিটিং-এ প্রধান অতিথির বক্তৃতায় করছিলেন। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এ সভার আয়োজন করে। সভায় নগরীতে ঢাকনাযুক্ত ডাস্টবিন স্থাপন ব্যবসা-প্রতিষ্ঠান সামনে ঝুলিয়ে রাখা বাধ্যতামূলক করা কেসিসি মার্কেট সংলগ্ন মরে ট্রাফিক আইল্যান্ড স্থাপন উন্নয়ন কাজের সাথে সংশ্লিষ্ট সকল সংস্থার কাজের সমন্বয় সাধন সহনাগরিক জীবন স্বাচ্ছন্দ আনতে এম এ এফ খুলনা জেলা কমিটির পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরা হয়।

প্রস্তাবনার জবাবে সিটি মেয়র বলেন কেসিসি মার্কেট সংলগ্ন মোর ইতিমধ্য সম্প্রসারণ করা হয়েছে এবং শুধু কেসিসি মার্কেট মোড় নয় নগরীর গুরুত্বপূর্ণ ২২ আধুনিকায়ন করা হচ্ছে যার বাস্তবায়ন কিছুদিনের মধ্যেই শুরু হবে। জলাবদ্ধতা নিরসনে বিষয়ে সিটি মেয়র ভৈরব নদী খননের ওপর গুরুত্বারোপ করে বলেন ময়ূর নদীর খনন কাজ দ্রুত শুরু হচ্ছে এবং জোয়ারের সময় দ্রুত পানি নিষ্কাশনের সুবিধার্থে শহরতলীর আলুতলা দশভেন্ট গেট উচ্চক্ষমতাসম্পন্ন পাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া নগরীর বে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে তিনি যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান। নগরীর পরিবেশ উন্নয়নে পর্যাপ্ত সেকেন্ডারি স্টেশন নির্মাণ ও রাজবাঁধ এলাকায় আধুনিক কসাইখানা নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে বলে সিটি মেয়র উল্লেখ করেন।

এম এ এফ এর আহবায়ক ও খুলনা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব জুবায়ের আহমেদ জবার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ পিইন্চ ও বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফুল জামান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এম এ এফএর সদস্য সাংবাদিক কৌশিক দে।
অন্যান্যের মধ্যে কেসিসির ভেটেরিনারি সার্জন ডাক্তার পরু গোপাল বিশ্বাস এ্যাডভোকেট তাসলিমা খাতুন সন্ধ্যা রেহানা ইশা মেহেদি হাসান দিপু অসীমানন্দ দাস এ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান পলাশ এডভোকেট সুলতানা রহমান শিল্পী দিঘলিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মমতাজ শিরিন ময়না মিজানুর রহমান জিয়া আবু হোসেন বাবু এ্যাডভোকেট কানিজ ফাতেমা তামিন শেখ আব্দুর রশিদ মোহাম্মদ সাবির আলী জেসমিন সুলতানা শেখ সাদী সাংবাদিক মোঃ সোহরাব হোসেন মোঃ নুরুজ্জামান ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজিওনাল প্রোগ্রাম অফিসার রুবায়েত হাসান প্রমুখ সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *