সাব্বির আকাশ,মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে সার্বজনীন শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের আয়োজনে বিশেষ আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন ও দুপুরে অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও পূজা উদযাপন পরিষদের সেক্রেটারি লিটন রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুজিব উদ্দীন তালুকদার ওয়াসীম,চেয়ারম্যান ফারুখ আহম্মদ পারুল,মাহবুবুর রহমান সোহাগ,মোহাম্মদ আলাউদ্দিন, খুরশিদ আলম,মিজানুর রহমান,আতাউল মোস্তফা সোহেল,পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল দাস,সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি হরিশ চন্দ্র দাশ, যুবলীগের সভাপতি ফারুখ পাঠান,মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ অলিদ মিয়া,আন্দিউড়া ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি মিজানুর রহমান,সেক্রেটারি সাব্বির হাসান,সাংবাদিক আয়ুব খান,পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রমোদ রঞ্জন মালাকার,দুলাল বণিকসহ ১১টি ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি /সম্পাদকবৃন্দ।
ধর্ম বর্ণ নির্বিশেষে উৎসব মুখর পরিবেশে দূর্গাপূজা পালন করতে প্রশাসন সবার সহযোগীতা চেয়েছেন। ডিজে পার্টি,সীমিত আলোকসজ্জা, মাদকের প্রতিহতের ব্যাপারে কঠিন হুশিয়ারী ব্যক্ত করেন।