খায়রুল বাসার ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহ ধোবাউড়া উপজেলার কলসিন্দুরের আট নারী ফুটবলারদের সাফল্যে তাদের অভিভাবকগণকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।এসময় অভিভাবকদের মাঝে ফল ও মিষ্টি বিতরণ করেন। আজ বৃহস্পতিবার সকালে তারকা ফুটবলার সানজিদার বাড়িতে ও কলসিন্দুর সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এই শুভেচ্ছা দেওয়া হয়।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে শুভেচ্ছা জানান হালুয়াঘাট সার্কেল এর সহকারী পুলিশ সুপার সাগর দিপা বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন, সাধারন সম্পাদক প্রিয়তুষ বিশ্বাস বাবুল, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসাইন খান, সহকারী অধ্যাপক মালা রাণী সরকার, অফিসার ইনর্চাজ টিপু সুলতান, ওসি তদন্ত জালাল উদ্দিন, কলসিন্দুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ রতন মিয়া, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতি শীল, সাবেক সহকারী শিক্ষক বর্তমান প্রধান শিক্ষক মফিজ উদ্দিন প্রমুখ।