কালচারাল একাডেমিতে জেলা প্রশাসকের শুভাগমন উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রফিকুল ইসলাম, দুর্গাপুর প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের শুভাগমন উপলক্ষে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বৃহস্পতিবার বিকেলে কালচারাল একাডেমি হলরুমে এ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্ষুদ্র নৃ গোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক গীতিকবি সুজন হাজং। একাডেমি নৃত্য শিক্ষক মালা মার্থা আরেংয়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব উল আহসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, সাবেক পৌর মেয়র শ. ম জয়নাল আবেদীন প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি এদেশের অমূল্য সম্পদ। এগুলো বাঁচিয়ে রাখতে সরকার কাজ করছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছেলেমেয়েরা নাচ গানের মাধ্যমে তাদের জীবনযাত্রা, জুম চাষ সহ বিভিন্ন বিষয় ফুটিয়ে তোলে তা বরাবরই খুবই আমাদের অনুপ্রানিত করে। তিনি বিরিশিরি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কালচারাল একাডেমির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

আলোচনা শেষে একাডেমির শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *