বিপ্লব সাহা খুলনা ব্যুরো চীফ :
গতকাল রাত আনুমানিক ১০ টার দিকে জাহানারা পিংকি নারী সাংবাদিক নগরীর শান্তিধাম মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে।
সে গতকাল রাত্রে নগরীর শান্তিধাম মোড় থেকে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে দ্রুতগামী একটি মাহেন্দ্র এসে তাকে ধাক্কা দিলে রাস্তার উপরে ছিটকে পড়ে গিয়ে গুরুতর জখম হন।
সাথে সাথে এলাকার পথচারীরা এসে জাহানারা পিংকিকে উদ্ধার করে খুলনা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এবং হাসপাতালের জরুরি বিভাগের ডিউটি রত ডাক্তার সাংবাদিক পিংকিকে সার্বিক চিকিৎসা প্রদান করে তাকে সুস্থ করার চেষ্টা করছে।
ডাক্তার সূত্রে জানা যায় পিংকির বুকে-পিঠে মাথায় ও কোমরে প্রচন্ড আঘাত লেগেছে।
তবে আহত সাংবাদিক জাহানারা পিংকি দু-একদিনের পূর্ণ বিশ্রাম নিয়ে ওষুধ সেবন করলে সুস্থ হয়ে উঠবেন বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
জাহানারা পিংকি দৈনিক আমার একুশ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।
দেশ চ্যানেল পরিবার তার সুস্থতা কামনা করছেন। এবং পাশাপাশি সড়কের বেপরোয়া গাড়ি চালকদের বিরুদ্ধে ট্রাফিক সার্জন সহ কর্তব্যরত ট্রাফিক দের সর্বদা কঠোর দৃষ্টি রেখে নগরীর যে সকল এলাকা গুলোতে অধিক যানজট ও বেপরোয়াভাবে গাড়ী চলাচল করে সেসব এলাকাগুলিতে আরো সক্রিয় অবস্থানে থেকে ডিউটি করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।