মানিকগঞ্জ দৌলতপুর উপজেলা আসছে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে থানা পুলিশের নিরাপত্তা সংক্রান্ত মত বিনিময় সভা

মোঃ নূরুল ইসলাম, দৌলতপুর, মানিকগঞ্জ, প্রতিনিধি:

গতকাল বৃহস্পতিবার মানিকগঞ্জ
দৌলতপুর থানা প্রাঙ্গনে থানা পুলিশ কর্তৃক আয়োজিত শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে থানা পুলিশের নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বলেন পূজা চলাকালীন সময়ে প্রতিটি পূজামন্ডব নিরাপত্তার চাঁদরে ঢাকা থাকবে।
প্রতিটি পূজা মন্ডবে এবার সিসি ক‍্যামেরার আওতায় থাকবে। নামাযের টাইমে শব্দ দূষণমুক্ত রাখতে হবে এবং পূজা করা যাবে না।আপনারা নির্ভয়ে পূজা করুন কোথায় ও কোন সমস্যা হলে সাথে পুলিশকে খবর দিন।

এসময় তিনি আরো বলেন‘যুবক ও তরুনরা মাদকাসক্ত হয়ে পড়ছে। মাদকের ছোবলে অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে। এর থেকে মুক্তি পেতে হলে সমাজের সকল স্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কে মাদকের ব্যবসা করে, কারা সেবন করে-আমাদের এসব তথ্য দিতে হবে। আমরা সমাজ থেকে মাদক নির্মূল করতে চাই।’

আমাদের আইনশৃঙ্খলা রক্ষাসহ নানাধরণের কাজের চাপ উপক্ষো করেও আমরা মাদক নিমর্মূলে পুলিশ সদস্যরা বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে। কিন্তু পুলিশকে তথ্য দিয়ে সহায়তা না করলে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়।’তাই সকলের সহযোগিতা দরকার।

মতবিনিময় সভায় থানা অফিসার ইনচার্জ ওসি মো:জাকারিয়া হোসেন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার,প্রশাসন ও অর্থ (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) মোহাম্মদ হাফিজুর রহমান,জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার অপু মোহন্ত, শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুরজাহান লাবনী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল রাজা,উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসান,দৌলতপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলিপ ফৌজদার ও সাধারণ সম্পাদক মানিক চন্দ্র রোদ্র।

এসময় উপস্থিত ছিলেন থানা ওসি তদন্ত মো:মুজিবুর রহমান,সেকেন্ড অফিসার সাইফুল ইসলাম, থানা যুবলীগের আহবায়ক হুমায়ন কবির শাওন,চকমিরপুর ইউপি চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম শফিক, জিয়নপুর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন,খলসী ইউপি চেয়ারম্যান জিয়াউল হক,বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন,সাবেক চেয়ারম্যান ও চক মিরপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোঃ মহিদুর রহমান মুক্তা ও উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *