দুর্গাপুরে সিপিবির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

রফিকুল ইসলাম, দুর্গাপুর প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে বন্যা পরবর্তী পূনর্বাসন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবীতে সিপিবির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌর শহরের টংক শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে উপজেলা সিপিবির আয়োজনে এ সমাবেশ হয়। বিক্ষোভ সমাবেশে বিভিন্ন এলাকা থেকে আগত শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করে।

বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা সিপিবির সভাপতি আলকাছ উদ্দিন মীর। উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক রুপক সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. দিবালোক সিংহ। অন্যদের মাঝে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ, কমলাকান্দা উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় তালুকদার, দুর্গাপুর উপজেলা সিপিবির যুগ্মসাধারণ সম্পাদক মোরশেদ আলম, সদস্য শামসুল আলম খান, যুব ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম, ছাত্র ইউনিয়ন সভাপতি আল আমিন প্রমুখ।

বক্তারা বলেন, দুর্গাপুরে বন্যায় অনেক মানুষের ঘরবাড়ি বিলীন হয়ে তারা দিশেহারা হয়ে পড়েছে। এ সকল বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের তালিকা করে অতি দ্রুত তাদের পূনর্বাসনের ব্যবস্থা করে দিতে হবে সরকারকে। এছাড়া দফায় দফায় চাল, ডাল, চিনি তেল, গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। এসব দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। আর তাই অতিদ্রুত সকল ধরনের পণ্যের দাম কমাতে সরকারের প্রতি দাবি জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *