দুর্গাপুরে সোমেশ্বরী নদীর দুই পাড়ে স্থায়ী বেড়িবাঁধ নির্মানের দাবিতে মানববন্ধন

রফিকুল ইসলাম, দুর্গাপুর প্রতিনিধি

নেত্রকোনা দুর্গাপুরে গাঁওকান্দিয়া নদীর পাড় সহ সোমেশ্বরী নদীর দুই পাড়ে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ঘণ্টাব্যাপী গাঁওকান্দিয়া নদী পাড় এলাকায় বাংলাদেশ কৃষক সমিতি উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে অংশ গ্রহণ করেন নদী ভাঙন কবলিত এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েক শতাধিক নারী পুরুষ।

মানববন্ধনে কৃষক সমিতি উপজেলা শাখার সভাপতি আব্দুল মালেক সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. দিবালোক সিংহ, সিপিবি উপজেলা শাখার সভাপতি আলকাছ উদ্দিন মীর, যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম সদস্য শামসুল আলম খান সহ নদী ভাঙ্গন কবলিত এলাকার জনগণ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নদীরভাঙনে দুর্গাপুরের বিস্তীর্ণ জনপদ বিলীন হতে চললেও নদীভাঙন রোধে স্থায়ী কোন পদক্ষেপ নেয়া হয়নি। ফলে মানুষের বাড়ি-ঘর, ভিটে-মাটি, বহু গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে । দ্রুত স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে এলাকাবাসিকে রক্ষার দাবি জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *