মোঃ নূরুল ইসলাম, দৌলতপুর, মানিকগঞ্জ,প্রতিনিধিঃ
মানিকগঞ্জ দৌলতপুরে সর্বনাশা নদীর অব্যাহত ভাঙ্গনে ফসলের জমিসহ ঘরবাড়ি ভেঙে যাচ্ছে। মাথা গোজা ঠাই হারিয়ে এসব লোকজন দিশেহারা।
সরজমিনে গিয়ে দেখা যায় দৌলতপুর উপজেলার যমুনা নদীর ভাঙ্গনে বাঘুটিয়া ইউনিয়নের পাঁচুরিয়া গ্রামের নদী ভাঙ্গন অব্যাহত রয়েছে। নদীর পাড়ে কমপক্ষে ১০০ টি ঘরবাড়ি একটি মসজিদ ও রাহাতপুর বিএম সরকারি প্রাথমিক বিদ্যালয় নদী ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে।
ইতিমধ্যে বাঘুটিয়া ইউনিয়নের পাঁচুরিয়া অঞ্চলের কিছু ঘরবাড়ি মসজিদ শিক্ষা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এই ইউনিয়নের আরো কিছু শিক্ষা প্রতিষ্ঠান নদী ভাঙ্গন ঝুঁকিতে রয়েছে।
বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব এস এম আমজাদ হোসেন জানান এই নদী ভাঙ্গন নিয়ে দ্রুত কাজ করবে। ও
বাঘুটিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ প্রিন্স রুবেল জানান এই নদী ভাঙ্গন নিয়ে অনেকবার অনেক নিউজ করা হয়েছে কোন লাভ হয়নি।
পাঁচুরিয়া গ্রামবাসী জানান যমুনা নদী ভাঙ্গনের ফসলে জমি ও ঘরবাড়ি ভেঙে যাচ্ছে আরও বেশ কয়েকটি ঘরবাড়ি ও স্থাপনা ঝুঁকির মধ্যে রয়েছে। এ ব্যাপারে এমপি মহোদয়ের ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন এলাকাবাসী।