প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। ডেপুটি স্পিকার

এম এ হাই পাবনা প্রতিনিধি :

স্থানীয় মুক্তমঞ্চে আ”লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার পাবনার জনগণ ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে গিয়ে বলেন, ‘মুক্তিযুদ্ধের মহান স্থপতি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। আর শেখ হাসিনা আওয়ামী লীগের দায়িত্ব নিজের কাঁধে তুলে না নিলে দেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যেত না। আমাদের নির্ভরতার প্রতীক সারা বিশ্বের প্রধানমন্ত্রীদের মধ্যে তৃতীয় সেরা নির্বাচিত হয়েছেন। তার দূরদর্শী রাজনৈতিক সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে মেনে আমাদের এগিয়ে যেতে হবে।
টুকু আরও বলেন, ‘আমি পাবনার সন্তান, পু
জেলাই আমার গ্রাম। এই মাটিতে আমি খেলাধুলা করেছি, ছুটে বেড়িয়েছি, এখানকার কৃতী সন্তান ও রাজনীতিবিদ এবং মেহনতি মানুষের কাছ থেকে দীক্ষা নিয়েছি। এই মাটির প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। এই মাটিকে ভালো কিছু উপহার দেয়া আমাদের সবার দায়িত্ব।’
পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে এবং পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস ও নাদিরা ইয়াসমিন জলি।
অনুষ্ঠানে পাবনা জেলা আওয়ামী লীগের নেতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এম এ হাই
০১৭১২৩৬২২১৪
২৪-৯-২২ ইং

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *