মতিউর রহমান, সরিষাবাড়ীঃ
সরিষাবাড়ীতে এই প্রথম বারের মতো দলীয় স্থানীয় সাংসদ বিহীন ত্রি বার্ষিক সম্মেলন হচ্ছে। প্রায় দেড় শতাধিক সম্বর্ধনা গেট, রাস্তার দু ধারে নেতৃবৃন্দের ব্যানার ফেস্টুন শোভা পেলেও ঠাই হয়নি স্থানীয় সাংসদের কোন ব্যানার ফেস্টুন। এ নিয়ে সচেতন মহলে চলছে নানা গুঞ্জন।
২৫ সেপ্টেম্বর সরিষাবাড়ী অনার্স কলেজ মাঠে অনুষ্ঠিত হচ্ছে উপজেলা আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেন। সাবেক কৃষি মন্ত্রী অগ্নি কণ্যা মতিয়া চৌধুরী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্ব পূর্ণ বক্তব্য রাখবেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডঃ হারুন রশিদের সঞ্চালনায় গুরুত্ব পূর্ণ ব্যক্তিবর্গের মধ্যে শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি,সাংগঠনিক সম্পাদক ও সাবেক বস্ত্র প্রতি মন্ত্রী আলহাজ মির্জা আজম এমপি, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতিএমপি প্রার্থী অধ্যক্ষ আব্দুর রশীদ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি পৌর মেয়র মনির উদ্দিন, সহসভাপতি ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান হেলালসহ জাতীয় ও জেলা উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত থাকবেন। একমাত্র দলীয় সাংসদ সম্মেলনে অনুস্থিতির কারণ হিসেবে আভ্যন্তরিন কোন্দলকে দায়ী করছেন সচেতন মহল। এ রকম কোন্দল চলতে থাকলে বিএনপির জয় নিশ্চত বলেও আশঙ্কা দলীয় ত্যাগী নেতাদের।