লোকনাথ সরকার কচুয়া প্রতিনিধি :
চাঁদপুরের কচুয়ায় বিপুল পরিমাণ মাদক নিয়ে ০১ জন মাদক কারবারিকে আটক করেছে কচুয়া থানা পুলিশ।
গোপন সংবাদ পেয়ে শনিবার রাতে
কচুয়া সার্কেল ও অফিসার ইনচার্জ, মোহাম্মদ ইব্রাহীম খলিল এর নেতৃত্বে এস.আই মিন্টু কুমার ধর সঙ্গীয় ফোর্স নিয়ে কচুয়া থানাধীন ১২নং আশ্রাফপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ডস্থ জগতপুর গ্রামে সাকিনের চাঁদের বাপের বাড়ীতে অভিযান পরিচালনা করে। তার নিজ চৌচালা টিনশেট বসত ঘরের পূর্ব দিকের কক্ষের খাটের নিচ হইতে ০৯ বোতল হুইস্কি, ১০ বোতল ভদকা, ১০ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি গাঁজা উদ্ধার করেন।
গ্রেফতার কৃত আসামী সাদ্দাম হোসেন রানা (২৭), পিতা-আবুল কালাম, মাতা-আয়শা বেগম, সাং-জগতপুর, ০৪নং ওয়ার্ড, থানা-কচুয়া,
কচুয়া থানার ওসি মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন
এই বিষয়ে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করিয়া আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।