মসজিদে জমি দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা;আটক ৪

মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ.

মসজিদে জমি দেওয়ার জের ধরে দুই ছেলে মিলে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাবা আরশেদ আলীকে (৬০) হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ এ ঘটনায় ছোট ছেলেসহ ৪ জনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার জাগীর ইউনিয়নের চর উকিয়ারা গ্রামে। রোববার সকাল ৮টার দিকে এঘটনা ঘটে।
নিহত আরশেদ আলী ওই গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।
সংশ্লিষ্টরা জানায়, পারিবারিক কলহ ও জমিজমা বাটোয়ারা সংক্রান্ত বিরোধের জেরে ভিকটিম আরশেদ আলীর বড় ছেলে মো. খবির হোসেন (৪০), বড় ছেলের বউ মোসাম্মৎ সাহেরা (৩০), ছোট ছেলে মো. খোরশেদ আলী (৩৫) ছোট ছেলের বউ রুমা (২৫) ও নিহত আরশেদ আলীর প্রবাসী মেয়ে আসমানীর বড় ছেলে (নাতি) মোহাম্মদ আহাদ (২৫) পরস্পরের যোগসাজশে আরশেদ আলীকে লোহার হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করে।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার তদন্ত অফিসার মোঃ কোহিনুর মিয়া বলেন, জমিজমার বিষয়কে কেন্দ্র করে এই খুনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছোট ছেলে খোরশেদ আলী, নাতি আহাদ ও তার দুই ছেলের বৌকে আটক করা হয়েছে। তবে তার বড় ছেলে কবির হোসেন পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে খুনিদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *