মো. আজিজার রহমান, দিনাজপুর প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকা ডুবিতে বাড়ছে লাশের মিছিল।
গত রোববার (২৫ সেপ্টম্বের) দুপুর আড়াইটার সময় মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
দিনাজপুরের খানসামা উপজেলার আত্রাই নদী থেকে চার নারী ও এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার আত্রাই নদীর বাসুলী চেয়ারম্যান পাড়া, জয়ন্তীয়া ঘাট ও ঘাটপার থেকে এসব লাশ উদ্ধার হয়।
লাশ উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবকগণ।
উদ্ধারকৃত পাঁচজন হলেন, পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার শক্তিপদ রায়ের স্ত্রী ঝর্ণা বালা রায় (৫২), বোদা উপজেলার সহিন রায়ের স্ত্রী সুমিত্রা রাণী, বিমল চন্দ্র রায়ের ছেলে সূর্য রায়, ঠাকুরগাঁও সদরের অনন্ত রায়ের স্ত্রী পুষ্পারাণী (৫২) ও অন্য একজন নারীর পরিচয় এখনও শনাক্ত হয়নি। তবে ঐ এলাকার বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।
জানা যায়, পঞ্চগড়ের করতোয়া নদীতে রবিবার নৌকা ডুবিতে নিহতের ঘটনায় এসব লাশ উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন, খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মমতাজ ইসলাম।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, উদ্ধারকৃত পাঁচজনের মধ্যে চারজনের পরিচয় হওয়া নিশ্চিত হওয়া গেছে। তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি একজন নারীর লাশ শনাক্ত করতে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করা হচ্ছে।
উল্লেখ্য, খানসামা থেকে নদী পথে বোদা উপজেলার দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার।