আবু হানিফ,জেলা প্রতিনিধি- জামালপুর।
জামালপুরে সৎ ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জামালপুর সদরের কেন্দুয়ার দেওয়ানী পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত রফিক ইসলাম কালু দেওয়ানী পাড়া গ্রামের মৃত আজাদ শেখের পুত্র।
র্যাব ১৪ এর স্কোয়াড কমান্ডার এমএম সবুজ রানা জানান, সকালে তাদের সম্পত্তি ভাগাভাগির কথা ছিল। সম্পত্তি ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সৎ ভাই মনজিল শেখ বড় ভাই রফিক ইসলাম কালুকে ছুরি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় কালুর। ঘটনার পরপরই মনজিল শেখ, মা মঞ্জুয়ারা বেগম ও নিহতের বোন ময়না বেগম কে আটক করে স্থানীয় জনতা। পরে র্যাব এসে তাদের গ্রেপ্তার করে।
র্যাব ১৪ এর কর্মকর্তা এমএম সবুজ রানা আরো জানান, তাদের জিজ্ঞাসাবাদে আরো সার্বিক তথ্য বেরিয়ে আসবে। জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার ৩ জনকে জামালপুর সদর থানায় পাঠানো হবে।