নগরকান্দায় বাল্য বিয়ে থেকে রেহাই কনের – বরের কারাদণ্ড

মিজানুর রহমান
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি ঃ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের পৈলানপুটি গ্রামের মৃত মোশাররফ শেখের ছেলে শামিম আহমেদ (২১) কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৫ দিন কারাদণ্ড দিযেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু। ২৬ সেপ্টেম্বর সোমবার দুপুরে বাল্য বিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু চরযশোরদী ইউনিয়নের পৈলানপুটি গ্রামের কনের পিতা ইউসুফ খাঁ’র বাড়িতে যায়, টের পেয়ে বর – কনের অভিভাবকরা বাড়ি থেকে পালিয়ে যায়। কনের বয়স কম থাকায় বর’কে আটক করে থানায় নিয়ে আসে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বর কে ৪৫ দিন বিনাশ্রম কারাদন্ড দেন।নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন বলেন সাজা অনুযায়ী বর কে জেলখানায় পাঠানোর প্রস্তুতি চলছে।

মিজানুর রহমান
০১৭৩৪৫৩৭১৮৮
২৬ সেপ্টেম্বর ২০২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *