মো.মোরসালিন ইসলাম দিনাজপুর প্রতিনিধি,
দিনাজপুরের ফুলবাড়ীতে এক্সম্যান বেবি শপের শুভ উদ্ভোধন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ফুলবাড়ীর নিমতলা মোড়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের নিচতলায় বেবি শপের উদ্ভোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্ভোধন করেন ফুলবাড়ী পৌর মেয়র আলহাজ্ব মোঃ মাহমুদ আলম লিটন।
২৬ সেপ্টেম্বর সোমবার বাদ আছর বেবি শপের শুভ উদ্ভোধনী অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন কানাহার নদওয়াতুল উলুম কওমী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু মুছা।
এসময় বেবি শপের উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিমতলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ এমদাদুল, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার পরিচালক আলহাজ্ব মোঃ মোত্তালেব, গার্মেন্টস মালিক সমিতির সভাপতি মোঃ শাহাদাত হোসেন, বসুন্ধরা গার্মেন্ট এর স্বত্ত্বাধিকারী মোঃ রফিকুল ইসলাম প্রমূখ।
এক্সম্যানের স্বত্ত্বাধিকারী মোঃ ইউনুস আলী মিন্টুর আয়োজনে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ীক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
মানসম্পন্ন পণ্যের নিশচয়তাসহ সততার সাথে ব্যবসা পরিচালনা করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান অতিথিবৃন্দ।