খায়রুল বাশার, ময়মনসিংহ প্রতিনিধিঃ
হাবিবুর রহমান নামের একজন ওয়ার্কসপ মিস্ত্রীরিকে অফিসে আটকে রেখে ৬০ হাজার টাকা ছিনতাই ও মারধর করে সাদা কাগজে স্বাক্ষর রাখার গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
এই ন্যাক্কার জনক ঘটনার ভূক্তভোগী হাবিব ময়মনসিংহ জিআরপি থানায় অভিযোগ দায়ের করেছেন । হাবিবুর রহমান এর বাড়ি ময়মনসিংহ মহানগরের বলাশপুর এলাকায়। তাকে আটকে নির্যাতন ও টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনার খবর পেয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্যানেল মেয়র শামীমা আক্তার ও আরো অনেকে রেলওয়ে স্টেশনে ছুটে আসেন।
শামীমা আক্তার বলেন হাবিব আমার পরিচিত, সে নিরীহ ও একজন ভালো মানুষ। সে একজন ওয়ার্কসপ মিস্ত্রীরি, তার নিজের একটি দোকান রয়েছে। মালামাল কেনার জন্য বাসা থেকে বিকেলে বের হয়ে রেলওয়ে স্টেশন হয়ে যাবার পথে সোমবার বিকেল অনুমান ৪ টায় তাকে স্টেশনের টিসি অফিসে আটকে তার সঙ্গে থাকা নগদ ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ও মারধর করে সাদা কাগজে স্বাক্ষর রেখে ছেড়ে দিয়েছে। বিএনপি জামায়াত সরকারের সাবেক ছাত্রদল নেতা বলে অভিযোগ করেন তিনি।
হাবিব জানায় তার সাথে আরও একজন লোকছিল, পায়ে হেঁটে স্টেশনের দুই নম্বর প্লাটফর্মে আসলে তাকে টিসি শুভ আরও দুইজন লোক নিয়ে শার্টের কলারে ধরে মারধর করতে থাকে।আমার কোন কথাই শুনেননি তিনি । জোর করে টেনে হেঁচরে টিসি অফিসে এনে বলপূর্বক ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয় ও সাদা কাগজে স্বাক্ষর রাখে।যাবার সময় হুমকি দিয়ে বলে এ ঘটনা কারো কাছে বললে আরও ক্ষতি করবে।হাবিব মচিমহায় চিকিৎসা নিয়ে জিআরপি থানায় অভিযোগ দায়ের করেন।
ময়মনসিংহ মহানগর কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন,জেলা কৃষক লীগের সহ-সভাপতি শাহ রেজাউল করিম রেজা, জেলা কৃষক লীগ নেতা মাসুদুর রহমান জুয়েল, আওয়ামী লীগ নেতা আব্দুল কাদিরসহ বিপুল সংখ্যক নেতাকর্মী এর নিন্দা জানিয়ে বিজয় মিত্র শুভ শাস্তি দাবী জানিয়েছেন।
এবিষয়ে শুভ সাথে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়। তাকে অফিস কক্ষে পাওয়া যায়নি।
এবিষয়ে রেলওয়ে থানার ওসি মহিউদ্দিন সাথে ফোনে কথা হলে তিনি বলেন, এবিষয়ে একটি অভিযোগ দেওয়া হয়েছে। আমরা তদন্ত করে ব্যাবস্থা নিচ্ছি।