জেলা প্রতিনিধি ( নড়াইল)
নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের খোকা মোল্যার ছেলে ফাসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায় উপজেলার জয়পুর ইউনিয়ন চাচই গ্রামের খোকা মোল্যার ছেলে ফসিয়ার মোল্যা (৪৫)কে গোপালগঞ্জ জেলার দায়রাজজ আদালত কতৃক ফাসির আদেশ দেন। সে গাড়ীচালককে হত্যা করে গাড়ী নিয়ে পালিয়ে যায়। হত্যার পর থেকে সে পলাতক রয়েছে।
নড়াইলের পুলিশ সুপারের গোপন তথ্যের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন এর তত্বাবধানে এ এস আই মিকাইল হোসেনে ও মোঃ বাচ্চু শেখের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সোমবার সন্ধ্যায় রামপুর ঈদগাহ এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত পলাতক খুনের দন্ডপ্রাপ্ত আসামি ফসিয়ার মোল্যাকে গ্রেফতার করছে।
এঘটনায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিনের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন গ্রেফতার কৃত ফাসির দন্ডপ্রাপ্ত আসামি ফসিয়ার মোল্যাকে আদালতে প্রেরনের প্রক্রিয়া চলছে।
সরদার রইচ উদ্দিন টিপু
নড়াইল
০১৯২১-২৫০১২০