বিপ্লব সাহা খুলনা ব্যুরো চীফ :
খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ বলেছেন শারদীয় দূর্গাপূজার উৎসব সকলের মধ্যে নিয়ে আসে আনন্দের বার্তা। এই উৎসব বাংলাদেশের একটি শাশ্বত সার্বজনীন উৎসব।
এ উৎসব জাতিরাষ্ট্র সব মানুষের মিলনক্ষেত্র।
বিএনপি আবহমানকালের ঐতিহ্যের ধারায় ধর্ম যার যার রাষ্ট্র সবার নীতিতে এবং ধর্মীয় স্বাধীনতা ও মূল্যবোধের বিশ্বাস করে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকাল চারটায় কে ডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় কালে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
নেতৃবৃন্দ শারদীয়া দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের অব্যাহত সুখ শান্তি ও কল্যাণ কামনা করে আরও বলেন এটি বাংলাভাষাভাষী হিন্দু সম্প্রদায়ের জনগোষ্ঠীর প্রধান ধর্মীয় উৎসব।
টি আনন্দঘন পরিবেশে পালিত হয়ে আসছে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট শফিকুল আলম মনা সদস্যসচিব শফিকুল আলম তুহিন যুগ্ন আহবায়ক তরিকুল ইসলাম জহির বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল হালদার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু সাবেক সভাপতি গোপী কিষান মুগ্দ্রা বদরুল আনাম খান মাহবুব হাসান চৌধুরী শফিকুল ইসলাম হোসেন একরামুল হক হেলাল হাসানুর রশীদ চৌধুরী মিরাজ বেগ তানভীরুল আজম কে এম হুমায়ুন কোবির এ্যাডভোকেট চৌধুরী তৌহিদুর রহমান তুষার মোল্লা ফরীদ আহ্মেদ নাসির খান খন্দকার হাসিনুল ইসলাম মিজানুর রহমান মিল্টন শফিকুল আলম শফি আলী আক্কাছ মুজিবর রহমান শামসুল বারিক পান্না এ্যাডভোকেট কানিজ ফাতেমা আমিন কাউসারী জাহান মঞ্জু আব্দুল আজিজ সুমন হেলাল আহ্মেদ সুমণ ইসমত আরা কনি পূজা উদযাপন পরিষদের গৌরাঙ্গ সাহা বিপ্লব মিত্র বিশ্বজিৎ দে রতন কুমার নাথ বিমল সাহা প্রমুখ।