খুলনা জেলা প্রশাসকের উদ্যোগে বটিয়াঘাটা ও দাকোপের নদীর কোল ঘেষে গড়ে উঠবে দৃষ্টিনন্দিত পর্যটন স্পট!!

বিপ্লব সাহা খুলনা ব্যুরো চীফ :

খবর বিজ্ঞপ্তি।।
পর্যটনে নতুন ভাবনা এই প্রতিপাদ্য নিয়ে খুলনা বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ২৭ সেপ্টেম্বর) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন বাংলাদেশ বিপুল পর্যটন সম্ভাবনার একটি দেশ। বৃহত্তর খুলনা পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন এর পাশাপাশি ষাট গম্বুজ মসজিদ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত দক্ষিণডিহি সহ আরো অনেক সম্ভাবনাময় পর্যটন স্থান রয়েছে আমাদের এই খুলনা অঞ্চলে। তথাপিও বিভিন্ন পর্যায়ে দেশের পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সেই ক্ষেত্রে পর্যটকদের ভ্রমণ এবং আনন্দ উপলব্ধি ও দৃষ্টিনন্দিত স্থান হিসেবে খুলনা বটিয়াঘাটা থেকে দাকোপ পর্যন্ত নদীর পাড় ঘেঁষে পর্যটন স্পট তৈরীর পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন দেশের ৪০ লাখ মানুষ পর্যটনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সরকার পর্যটন খাতে দক্ষ জনশক্তি বৃদ্ধি এবং আকর্ষণীয় পর্যটন স্থানসমূহে আগত দেশী-বিদেশী পর্যটকদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে খুবই আন্তরিক। এ অঞ্চলের পর্যটন বিকাশে খুলনার বটিয়াঘাটা উপজেলা শেখ রাসেল ইকো পার্ক তৈরি করা হচ্ছে। পর্যটকদের আকৃষ্ট করার জন্য সুন্দরবনকেন্দ্রিক ইকো-ট্যুরিজমের বিকাশে বিস্তৃত পরিকল্পনা প্রণয়নে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন জেলা প্রশাসক ।

অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ সাদিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মহাসীন হোসেন এবং খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড ফুড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কোবির সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ খুলনা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক আফরোজা খান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *