গৃহবধূ ধর্ষণ ও গর্ভপাতের দায়ে এক যুবকের যাবত জীবন কারাদন্ড দিয়েছে আদালত

জেলা প্রতিনিধি (নড়াইল)

নড়াইলে এক গৃহবধূ ধর্ষণ ও গর্ভপাতে বাধ্য করার অভিযোগ একজনের যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন আদালত।

সোমবার (২৬সেপ্টেম্বর) বিকালে নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সানা মো. মাহ্রুফ হোসাইন ভিন্ন ভিন্ন ধারায় এ দণ্ডাদেশ দেন।

দণ্ড পাওয়া ওই যুবক লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের নজির শেখের ছেলে বিল্লাল হোসেন।

আদালত সূত্র জানিয়েছে, বিল্লালকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা, আরও পাঁচ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, ওই গৃহবধূ বিল্লালের প্রতিবেশী। তার স্বামী এলাকায় না থাকায় ২০২০ সালের ৯ আগস্ট রাতে বিল্লাল ওই গৃহবধূর ঘরে ঢুকে ভয় দেখিয়ে ধর্ষণ করেন। এরপর থেকে তাকে নানাভাবে জিম্মি করে দিনের পর দিন ধর্ষণ করেন বিল্লাল। এক পর্যায়ের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিল্লাল তাকে গর্ভপাতে বাধ্য করান। এর পর ওই বছরের ২৬ নভেম্বর লোহাগড়া থানায় গৃহবধূ বিল্লালের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত করে বাদির অভিযোগের সত্যতা পেয়ে ২০২১ সালের ৩১ মার্চ বিল্লাল ছাড়াও তার ভাই জাহিদ ও ভাবি ফিরোজার বিরুদ্ধে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়।

মামলার বিচারিক প্রক্রিয়া চলাকালে এ মামলায় মোট সাত সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই দণ্ড দেওয়া হয়।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলার অপর দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত।

মামলার বাদী আছিয়া বেগম রায়ের প্রতি সন্তুষ্ট প্রকাশ করে আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সরদার রইচ উদ্দিন টিপু

নড়াইল

০১৯২১২৫০১২০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *