মিজানুর রহমান
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি ঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের রসুলপুর বাজারের সরকারি জায়গা দখল নিয়ে দোকান ঘর উত্তোলন করছেন রসুলপুর বাজারের ব্যবসায়ী সত্য বিশ্বাস।গত বুধবার গভির রাতে বাজারের সরকারি ফাঁকা জায়গায় দোকান ঘর উত্তোলন করেন জয়পুর গ্রামের মৃত হরে কৃষ্ণ বিশ্বাসের ছেলে সত্য বিশ্বাস। স্হানীয় লোকজন ও বাজারের দোকাদাররা অনেকেই বলেন,বাজারের মধ্যে ফাঁকা সরকারি জায়গাটি সকালে এসে দেখি দোকান ঘর। বাজারে আসা লোকজন বলেন দুধ বাজারের প্রবেশ পথ বন্ধ করে দোকান ঘর উত্তোলন করায় বাজারে চলাচল ব্যহত হচ্ছে। পাশাপাশি বাজারের দোকান গুলোতে মালামাল আনা নেওয়া করতে অসুবিধা হচ্ছে। দোকানদাররা বলেন কয়েকদিন আগে একই বাজারের মধ্যে সরকারি জায়গা আনসার বিডিবির ক্লাব ঘরটি বিক্রি করায় কিনে নেয় জয়নাল নামে এক ব্যাক্তি।সেও টাকা পয়সার বিনিময়ে সরকারি জায়গায় গড়ে তুলছে পাকা দোকান ঘর। তার সপ্তাহ না পার হতেই আবারও বাজারের সরকারি জায়গা দখল হলো।রাতের আধাঁরে সরকারি জায়গা দখল করার বিষয় সত্য বিশ্বাস বলেন আমি ফুটপাতে দোকান করতাম তাই সরকারি জায়গায় দোকানঘর নির্মাণ করছি।এব্যপারে তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া কে একাধিকবার ফোন দিলে ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি। তবে একাধিক সূত্রে জানা যায় চেয়ারম্যান কামাল হোসেনের হাত রয়েছে বাজারের সরকারি জায়গা দখলের ক্ষেত্রে। বাজারের মধ্যে সরকারি জায়গা দখল মুক্ত করতে জেলা প্রশাসক, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছেন বাজারের দোকানদার সহ এলাকাবাসী।
মিজানুর রহমান
০১৭৩৪৫৩৭১৮৮
২৭ সেপ্টেম্বর ২০২২