কালিয়ায় অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি ( নড়াইল)

নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর (২৮) লাশ উদ্ধার করেছে । কালিয়া থানা পুলিশ বুধবার দুপুরে উপজেলার বারইপাড়া নামক স্থানের নবগঙ্গা নদীরচর থেকে অর্ধ গলিত অবস্থায় লাশটি উদ্ধার করে। তবে তাৎক্ষনিক ভাবে তার পরিচয় ও মৃত্যুর কোন কারণ জানা যায়নি।
পুলিশ জানায়, উপজেলার নবগঙ্গা নদীর বারইপাড়া শ্মশানঘাট নামকস্থানে নদীর চরে আটকে পড়া গলায় কলসী বাঁধা লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে কালিয়া থানা পুলিশ বুধবার দুপুর ১ টার দিকে অজ্ঞাত ওই নারীর অর্ধগলিত লাশটি উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ নড়াইল মর্গে পাঠিয়েছে।
কালিয়া থানার ওসি শেখ তাসমীম আলম বলেন, গলায় কলসী বাঁধা লাশটি উদ্ধারের পর মর্গে পাঠানো হয়েছে। আইনী ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

সরদার রইচ উদ্দিন টিপু
নড়াইল
কালিয়া- ২৮.০৯.২২
মোবাঃ ০১৯২১-২৫০১২০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *