দৌলতপুর উপজেলার সেরা সহকারী শিক্ষক সুশান্ত

মোঃ নূরুল ইসলাম,
দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের মধ্যে সেরা সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন সুশান্ত কুমার রায়। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২২ এ উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা বাছাই কমিটি তাকে সেরা সহকারী শিক্ষক (পুরুষ) নির্বাচিত করে। সুশান্ত কুমার রায় ২০১২ সালে বাঘুটিয়া ইউনিয়ন এর চরভারাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। পরবর্তীতে ২০১৫ সালে তিনি তালুক হাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। বর্তমানে তিনি এই বিদ্যালয়ে কর্মরত রয়েছেন। সেরা সহকারী শিক্ষক নির্বাচিত করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, তার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। তার এই প্রাপ্তি তাকে আরও ভাল কিছু করতে অনুপ্রানিত করবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *