বরগুনা জেলা আমতলী প্রতিনিধি-মোঃহুমায়ুন কবির
বরগুনা জেলা হিন্দু ধর্মের ধর্মীয় উৎসব শারদীয় দূ্র্গা পূজা ১৬১-মন্দিরে অনুষ্ঠিত হবে। বরগুনা জেলার আমতলী উপজেলা কে কত ভালো প্রতিমা তৈরি করতে পারে এবং ভক্তদের হৃদয় ছুতে পারেন তারই প্রতিযোগিতা চলছে মন্ডপে মন্ডপে।
দেবী দূর্গার আগমনকে ঘিরে পুরো দমেই চলছে পূজার প্রস্তুতি।দিন রাত ব্যাস্ত সময় পাড় করছে কুমার কারিগর ইতি মধ্যেই খর আর কাঁদা মাটির কাজ শেষ করে রং তুলি আচরে চলছে।
একটু একটু করে দেবী রুপ নিচ্ছে নিজ অবয়ভে।আমতলী উপজেলায় আঠারো গাছিয়া ইউনিয়ন সাহা পাড়া কথা হয় কয়েক জন কুমার শিল্পর সাথে এসময় কুমার শিল্প সুজন জানান-দশ বছরের অভিজ্ঞতা রয়েছে গত বছরের করনার কারনে তেমন কাজ পাই নি তবে এ বছর ভালোই কাজ পেয়েছি। কাজ করতে ভালো লাগে।নিজ জেলা ছাড়াও অন্য আমাদের কাজে ডাকে ও খুব কদর রয়েছে।