বিপ্লব সাহা খুলনা ব্যুরো চীফ :
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কেসিসির পক্ষ থেকে খানজাহান আলী দৌলতপুর খালিশপুর সোনাডাঙ্গা থানা এলাকার পূজামণ্ডপ সমূহে অনুদানের নগদ অর্থ বিতরণ করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক পৃথক অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল বুধবার নগরীর খানজাহান আলী দৌলতপুর খালিশপুর সোনাডাঙ্গা থানা এলাকার পূজামণ্ডপে অনুদান প্রদান করেছেন। খুলনা সিটি করপোরেশনের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়
সিটি মেয়র বেলা ১১ টায় পাবনা মধ্যপাড়া মন্দির প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খানজাহান আলী ও দৌলতপুর থানার এবং দুপুর বারোটায় ছোট বয়রা পূজা মন্দিরে খালিশপুর সোনাডাঙ্গা থানার পূজামণ্ডপে অনুদানের নগদ অর্থ বিতরণ করেন।
অনুদান বিতরণ কালে সিটি মেয়র বলেন এদেশে হাজার বছরের গড়ে ওঠা সাম্প্রদায়িক সম্প্রীতি কোন অপশক্তি যাতে নস্যাৎ করতে না পারে। সেজন্য সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। বর্তমান সরকার সকল সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ অবস্থান ও মানুষের মানুষের সৌহার্দের বিশ্বাসী। এই বিশ্বাসকে উপজীব্য করে প্রতিবছর আনন্দমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। এবং এর কোনো ব্যত্যয় যেন না ঘটে সেজন্য প্রশাসনের পাশাপাশি দায়িত্বশীল নাগরিকদেরও সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।
কেসিসি মেয়র প্যানেলের সদস্য মেমোরি সুফিয়া রহমান শুনু কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক মোঃ সাইফুল ইসলাম মোঃ আব্দুস সালাম শেখ মোহাম্মদ আলী শেখ শামসুদ্দিন আহ্মেদ পৃন্স মোহাম্মদ আলী হাওলাদার মোহাম্মদ মনিরুজ্জামান এস এম খুরশিদ আহমেদ টোনা মোহাম্মদ আনিসুর রহমান বিশ্বাস সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার সাহিদা বেগম শেখ হালিম বেবি খুলনা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সাহিদ আলী মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু দৌলতপুর থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি রজত কান্তি দাস সহ স্থানীয় নেতৃবৃন্দ মন্দির কমিটির নেতৃবৃন্দ ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পৃথক দুটি অনুষ্ঠানে সিটি মেয়র ৪ টি থানার ৫০ টি পূজামণ্ডপে অনুদানের নগদ অর্থ বিতরণ করেন।
উল্লেখ্য কেসিসির পক্ষ থেকে গত মঙ্গলবার বিকেলে শীতলা বাড়ি মন্দির প্রাঙ্গণে সদর থানা এলাকার প্রতিটি পূজা মণ্ডপে অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে।