মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ
আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর ২০২২) ” তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক ” এ প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে রিইব(RIB) এর আয়োজনে সকাল ১০টা ৩০ মিনিটে গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। আলমগীর কবির তোতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রোকনুজ্জামান সরকার, অধ্যক্ষ, গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তরিকুল ইসলাম, মোঃ শহিদুল করিম শিবলী, উপাধ্যক্ষ, গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজ, বিমল চন্দ্র রাজায়াড়, সভাপতি জাতীয় আদিবাসী পরিষদ, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ তফিকুল ইসলাম মিলন। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন শারমিন জাহান এবং বিচারকের দায়িত্বে ছিলেন, প্রণব কুমার দে,জিয়া উদ্দীন, আশফাক আলী, বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানারআপদের হতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ রোকনুজ্জামান সরকার ‘তথ্য অধিকার দিবসের ‘নানা তাৎপর্যপূর্ণ দিক তুলে ধরেন।তিনি আরও বলেন তথ্য অধিকার দিবস উপলক্ষে রিইব আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের ভেতরের যৌক্তিক ভাবনা তুলে ধরার সুন্দর একটি মাধ্যম হিসেবে কাজ করবে।এধরনের আয়োজনের সিদ্ধান্ত নেওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।বিতর্কের সময় আমি উভয় পক্ষের যুক্ত খন্ডন গুলো মনোযোগ দিয়ে শুনছিলাম। দুই দলের সকল সদস্য তাদের যৌক্তিক ভাবনাগুলো খুবই প্রাণবন্তভাবে তুলে ধরবার জন্য সবাইকে সাধুবাদ জানায়!”তথ্য অধিকার আইন সফল” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার মধ্য দিয়ে তোমরা যেভাবে তথ্য অধিকার দিবস সম্পর্কে যুক্তি, ভাবনার উন্মেষ ঘটালে তাতে আমি অভিভূত! বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা একদিন তোমরাই পূর্ণাঙ্গরূপ দেবে বলে আশা রাখি!”