সমাজ কল্যাণ কমিটি উদ্যোগে ৪ জন ভিক্ষুকের মাঝে কর্মসংস্থানের তৈরির লহ্ম্যে ২০ টি ছাগল বিতারণ করা হয়।

মো. মোরসালিন ইসলাম দিনাজপুর প্রতিনিধি,
দিনাজপুরের

ফুলবাড়ীতে আজ ২৯ সেপ্টম্বর(বৃহস্পতিবার) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সমাজকল্যান কমিটি ২০২১-২০২২ অর্থবছরের জেলা সমাজকল্যান দিনাজপুর হতে প্রাপ্ত ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুর্নবাসন বিকল্প কর্মসংস্থানের ছাগল বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়, উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ্যাডঃ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান (ফিজার) এম,পি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নির্বাহী অফিসার মো.রিয়াজ উদ্দিন, সমাজ সেবা অফিসার মো.আখতারুজ্জাম, শাহ্ কুদ্দুস ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক, কাজিহাল ইউপি চেয়ারম্যান মো. মানিক রতন, সাবেক ছাএলীগ মো. মেহেদী হাসান রুবেল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. সবুজ, শেষে সেবক লীগের আহ্বায়ক মো. আসাদ ইসলাম ০৪ জন হত দরিদ্র পরিবার কে ০৫ টি করে ছাগল বিতরণ করেন, যাদের হাতে ছাগল তুলে দেন তাদের নামঃ ০১ মোছাঃ মাজেদা বেগম, স্বামী. মৃত. আব্দুস সামাদ ,ইউপি খয়েরবাড়ী ডাংগা, ০২ জাবেদ আলী, পিতা. নেহাল উদ্দিন, পুখুরীহাট-
০৩ আছমা বেগম,স্বামী মো. মজিবর রহমান, বারাই খাজাপুর,
০৪ মোছা. গলেনুর বিবি,স্বামী. মৃত.অকিমুদ্দিন মন্ডল, ইউপি বেতদীঘি দহ্মিণ পাড়া সকলের হাতে মোট ২০ ছাগড় বিতারণ করেন একেক জন ভিহ্মুকে ৫ টি করে ছাগল বিতারণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *