সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে ইমাম-উলামা ঐক্য পরিষদের আয়োজনে সরিষাবাড়ী উপজেলা শাখার নব গঠিত কমিটির পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠান করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে সরিষাবাড়ী হাফিজিয়া মাদ্রাসায় ইমাম-উলামা ঐক্য পরিষদ সরিষাবাড়ী উপজেলা শাখার পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠান করা হয়েছে। অনুষ্ঠানে সরিষাবাড়ী শাখার সভাপতি হাফেজ মাওঃ মোঃ সহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি মোঃ মাহবুবুর রহমান সাকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শাখার সহ-সভাপতি হাফেজ মোঃ রুহুল আমীন, সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ তরিকুল ইসলাম ও মুফতি মোঃ মোখলেছুর রহমান, মাওঃ মোঃ ইব্রাহীম, মাওঃ মোঃ সাদ্দাম হোসেন, হাফেজ মাওঃ আনছারুল্লাহ সহ অন্যান্য ইমাম ও উলামাগন। পরে নবগঠিত কমিটি জেলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওঃ সহিদুল ইসলাম, উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ হাফেজ সফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাফেজ মোঃ আঃ রাজ্জাক কে সংবর্ধনা দেওয়া হয়েছে।